Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপজেলা পরিসংখ্যান অফিস ।

দপ্তর প্রধানের পদবীঃ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ।

অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত প্রধান তিনটি শুমারী (১) আদম শুমারী (২) অর্থনৈতিক শুমারী (৩) কৃষি শুমারী কাজে অংশ গ্রহণ।এছাড়াও প্রধান ৬টি ফসল আউশ, আমন,বোরো,গম,পাট,আলু,ফসল কর্তন হিসাব, মূল্য ও উৎপাদন খরচ জরিপ পূর্বাভাস ইত্যাদি। তাছাড়া অস্থায়ী ফসলের ক্ষয়ক্ষতি নিরুপন, দাগগুচ্ছ জরিপ ইত্যাদি কার্যক্রম করে থাকে।

ছবি