বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে কাজ করছে । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট-এ স্বাগতম। এই ওয়েবসাইট-টি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বর্তমান কার্যাবলী এবং তথ্য সংরক্ষণের একটি প্রদর্শনী স্থান। আপনার কাঙ্খিত তথ্য খুঁজে পেতে পৃষ্ঠা ও লিঙ্ক গুলির মাধ্যমে ব্রাউজ করুন। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদুরপ্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তাঁর দিক-নির্দেশনায় ১৯৭৪ সালে আগষ্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন)-কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো । জনশুমারি , কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারিসহ প্রায় সকল ধরনের জরিপ (একমাত্র ভূমি জরিপ ব্যতীত) বিবিএস সম্পন্ন করে থাকে। উপজেলা পরিষদ সৃষ্টির পর থেকে উপজেলা পরিসংখ্যান অফিসসমূহ সকল ধরনের শুমারিতে ্উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে; বিভিন্ন জরিপসমূহে তথ্য সংগ্রহ, সংকলন, মনিটরিং-এর দায়িত্ব পালন করছে। এছাড়া জিডিপিতে কৃষি খাতের অবদান নির্ণয়ে উপজেলা পরিসংখ্যান অফিসই প্রাথমিক তথ্য সরবরাহকারী হিসেবে কাজ করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস